গাজীপুর: আগামী ১৪ অক্টোবরের মধ্যে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করবেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী।
কাশিমপুর কারাগারে (ঢাকা কেন্দ্রীয় কারাগার-১) সাকা চৌধুরীর সঙ্গে দেখা করে এসে এ কথা জানিয়েছেন তার কনিষ্ঠ আইনজীবী হুজ্জাতুল ইসলাম আলফেসানি।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা সোয়া ২টায় কারাগেটে এসে পৌঁছান আলফেসানি। এরপর কারাগারের ভেতরে যান তিনি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা সংবাদিকদের জানান, তার আইনজীবীর সঙ্গে বিকাল সোয়া তিনটা থেকে পৌনে চারটা পর্যন্ত আপিল বিভাগের চূড়ান্ত রায় ও রায়ের রিভিউ আবেদনের বিষয় নিয়ে কথা বলেন সালাউদ্দিন কাদের চৌধুরী।
সাক্ষাত শেষে বিকেল পৌনে পাঁচটার দিকে হুজ্জাতুল ইসলাম খান আলফেসানি কারা ফটকে সাংবাদিকদের জানান, আদালতের রায়ে সালাহউদ্দিন কাদের চৌধুরী অসন্তুষ্ট। রায়ের পুনর্বিবেচনা চেয়ে তিনি রিভিউ আবেদন করবেন।
তিনি জানান, আদালতের রায়ে যে সকল অসঙ্গতি রয়েছে বলে তিনি (সাকা) মনে করছেন, সে বিষয়গুলো চিহ্নিত করে দিয়েছেন। তিনি যে পয়েন্টগুলো তুলে ধরেছেন সে পয়েন্টগুলোর ভিত্তিতে রিভিউ আবেদন তৈরি করে পুনরায় তার কাছে নিয়ে আসা হবে।
আগামী ১৪ অক্টোবরের মধ্যে রিভিউ আবেদন জানানো হবে।
আলফেসানি জানান, কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরী স্বাভাবিক আছেন। ঠিকমতো খাওয়া-দাওয়া করছেন।
মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে গত ১৬ জুন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও ২৯ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। গত ৩০ সেপ্টেম্বর এ দু’জনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। এরপর ০১ অক্টোবর দু’জনকে আপিল বিভাগের রায় অবহিত করে কারাগার কর্তৃপক্ষ। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যু পরোয়ানাও পড়ে শোনানো হয়।
সে থেকে দু’জনই রিভিউ করার জন্য ১৫ দিন সময় পাবেন। দু’জনের মধ্যে সাকা চৌধুরী রিভিউ আবেদন করবেন বলে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে লিখিতভাবে জানিয়ে দেন তার আইনজীবীরা। কোন কোন গ্রাউন্ডে রিভিউ চাওয়া হবে, সে বিষয়ে তার নির্দেশনা জানতেই মঙ্গলবার কারাগারে যান আলফেসানি।
অন্যদিকে শনিবার (০৩ অক্টোবর) সকালে মুজাহিদের আইনজীবীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে দেখা করে এসে জানান, তিনি রিভিউ আবেদন করবেন বলে সিদ্ধান্ত জানিয়ে নির্দেশনা দিয়েছেন।
কারা সূত্র জানায়, ২০১২ সালের ২৩ অক্টোবর সাকা চৌধুরীকে কাশিমপুর কারাগারে আনা হয়। ২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনালের ফাঁসির দণ্ডাদেশের পর থেকে কয়েদির পোশাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এর কনডেম সেলে বন্দি রয়েছেন তিনি।
এর আগেও তিনি ২০০৯ সাল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
টিআই/এএসআর
** কাশিমপুর কারাগারে দেখা করতে সাকা চৌধুরীর আইনজীবী
** রিভিউ আবেদন করবেন সাকা চৌধুরী