ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি বিলের কচুরিপানার নিচ থেকে আবু তোরাব ওরফে শাহ আলম নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে উপজেলার বেলটিয়া বালিয়া গ্রামে বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, স্থানীয় বেলটিয়া বালিয়া গ্রামের গিয়াস উদ্দিন মাস্টারের ছেলে আবু তোরাব শাহ আলম সোমবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন সকালে তার বাবা ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন বিলে শিশুটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে কেউ হত্যা করে মরদেহ গুম করতেই বিলের কচুরিপানায় ফেলে যায়। নিহত শাহ আলমের নাকে আঘাতের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এমএ/