ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মাহালে জাতির ‘জিতিয়া পার্বণ’ উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
রাজশাহীতে মাহালে জাতির ‘জিতিয়া পার্বণ’ উৎসব

রাজশাহী: রাজশাহীতে আদিবাসীদের মাহালে জাতির ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ‘জিতিয়া পার্বণ’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজশাহীর পবা উপজেলার দামকুড়ায় সকাল থেকে দিনব্যাপী এ উৎসব হয়।



উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন। উৎসবে মাহালে জাতির ঐতিহ্যবাহী আশির্বাদ, প্রার্থনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এর আগে উৎসব উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 
মাহালে সংস্কৃতি রক্ষায় প্রতি বছর জিতিয়া পার্বণ উৎসবের আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন (মাসাউস) ও মাহালে ল্যাংগুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএলডিসি’র সভাপতি মেরিনা হাঁসদা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাসাউস’র নির্বাহী পরিচালক যাকারিয়াস ডুমরী, এমএলডিসি’র সাধারণ সম্পাদক মাইকেল মান্ড্রী।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।