সাভার (ঢাকা): সাভারের ব্যাংক কলোনি থেকে শহীদুল হক রোকন (৩০) নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে ওই এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল হক বাংলানিউজকে জানান, বিকেলে ব্যাংক কলোনি এলাকার নিজের টিনশেড ঘরের জানালা দিয়ে রোকনের মৃতদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে তারা থানায় খবর দেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এমএ/