বান্দরবান: বান্দরবানের রুমা থেকে রাঙামাটির বিলাইছড়ি যাওয়ার পথে নতুন পুকুরপাড় এলাকায় নিখোঁজ স্থানীয় গাইড ও দুই পর্যটকের খোঁজ মেলেনি।
নিখোঁজ দুই পর্যটক হলেন- আব্দুল্লা জুবায়ের ও জাকির হোসেন মুন্না ও স্থানীয় গাইড প্রাচিংহাই ম্রো (২৮)।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ অভিযানে নেমেছে। তারা রুমার পার্শ্ববর্তী রাঙামাটির বিলাইছড়ি যাওয়ার পথে অপহরণ হন বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রুমা থেকে রাঙামাটির বিলাইছড়ি যাওয়ার পথে নতুন পুকুরপাড় এলাকায় স্থানীয় ট্যুরিস্ট গাইড ও ঢাকা থেকে বেড়াতে আসা দুই পর্যটক নিখোঁজ হন।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
পিসি