ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সালথায় ইয়াবা বহনের দায়ে যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
সালথায় ইয়াবা বহনের দায়ে যুবকের কারাদণ্ড ছবি: প্রতীকী

ফরিদপুর: জেলার সালথায় ইয়াবা ট্যাবলেট বহনের দায়ে শাওন মিয়া (২১) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বাস রাসেল হোসেন এ কারাদণ্ড প্রদান করেন।



শাওন নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আ. ওয়াদুদ মিয়ার ছেলে।
 
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার গট্টি ইউনিয়নের সরুপদিয়া-বড়দিয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাওনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে মাদক বহনের দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।