ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গোড়াগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ তরুণ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
গোড়াগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ তরুণ আটক ছবি : প্রতীকী

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে কোটি টাকা মূল্যের হেরোইনসহ আতিকুল ইসলাম (২২) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।



আতিকুল উপজেলার আমতলা পাড়ার আবদুল খালেকের ছেলে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আতিকুল ইসলামকে দুপুরে গোদাগাড়ী পশু হাসপাতালের সামনে থেকে আটক করা হয়।

ব্যাটারি চালিত একটি অটোরিকশায় বাজারের ব্যাগে করে এক কেজি ৬০০ গ্রাম হেরোইন নিয়ে যাওয়ার পথে আটক হন আতিকুল।

ওসি আবু ফরহাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিক জানান-তিনি দীর্ঘদিন ধরে আটোরিকশা চালানোর পাশাপাশি মাদক ব্যবসা করে আসছিলেন।

উদ্ধার হেরোইনের আনুমানিক বর্তমান মূল্য প্রায় এক কোটি ৬০ লাখ টাকা জানিয়ে তিনি বলেন, আটকের পর আতিকুলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।