ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬ লাখ টাকা লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
ফরিদপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬ লাখ টাকা লুট

ফরিদপুর: ফরিদপুরে এক পাট ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরে দুই অস্ত্রধারী ব্যক্তি প্রথমে ব্যবসায়ীর স্ত্রীকে কুপিয়ে আহত করে এবং তার মুখ ও হাত বেঁধে আলমারি খুলে নগদ ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।



মঙ্গলবার (০৬ অক্টোবর) ওই ব্যবসায়ী মামলার জন্য কোতয়ালী থানায় আসেন। সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে বলে থানা সূত্রে জানা যায়।

জেলা সদরের কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামের বাসিন্দা পাট ব্যবসায়ী বিষ্ণু দাসের বাড়িতে এই ডাকাতি হয়েছে। স্থানীয় স্কুল শিক্ষক জাহিদুল ইসলাম জানান, ওই ব্যবসায়ী সোমবার দুপুরে পাট কেনার জন্য ব্যাংক থেকে ছয় লাখ টাকা তোলেন। বিকেলে তিনি ব্যবসায়ীক কাজে বাড়ির বাইরে যান। সন্ধ্যার দিকে দুই ব্যক্তি বাড়িতে এসে তার স্ত্রী চম্পা দাসকে জানায়, তার স্বামী (ব্যবসায়ী) দুর্ঘটনার শিকার। এ কথা শুনে চম্পা দাস ঘরের দরজা খুলে বাইরে বের হতে চাইলে তারা চম্পা দাসের বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে তার মুখ ও হাত বেঁধে আলমালির চাবি দিয়ে তালা খুলে নগদ ছয় লাখ টাকা নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইপুর ইউনিয়নের ইউপি চেযারম্যান ফকির বেলায়েত হোসেন জানান, বিষ্ণু দাস কানাইপুর বাজারের একজন বড় পাট ব্যবসায়ী। মঙ্গলবার হাট থেকে পাট কেনার জন্য তিনি গত সোমবার ব্যাংক থেকে টাকাগুলো তুলেছিলেন।

ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম নবী জানান, গত রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।