ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বাঘায় ‘মা’ ইলিশ ধরায় কারেন্ট জাল ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
বাঘায় ‘মা’ ইলিশ ধরায় কারেন্ট জাল ধ্বংস

রাজশাহী: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে ‘মা’ ইলিশ ধরায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে মীরগঞ্জ সীমান্ত বিজিবির সহায়তায় উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করে।



পরে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়।
 
রাজশাহীর বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে বিজিবি সদস্যরা ধাওয়া করলে পদ্মা নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা।

এ সময় এক লাখ ৬০হাজার টাকা মূল্যের ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত বিজিবির সহায়তায় পদ্মা নদীতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মৎস্য সংরক্ষণ ও বিপণন রোধে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ‘মা’ ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।