ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ছাত্রীকে উত্ত্যক্ত করায় সরাইলে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
ছাত্রীকে উত্ত্যক্ত করায় সরাইলে যুবকের কারাদণ্ড ছবি : প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা, এসিড ছোড়ার হুমকিসহ অপহরণ চেষ্টার দায়ে নূর ইসলাম (৩০) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন এ কারাদণ্ডাদেশ দেন।



নূর ইসলাম সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুন্সিহাটি এলাকার দ্বীন ইসলামের ছেলে।

এদিকে, নূর ইসলামকে আটকের পর তার বাবা দ্বীন ইসলামের নেতৃত্বে ওই স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বাংলানিউজকে জানান, শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন নূর ইসলাম। বিষয়টি একাধিকবার তার মা-বাবাকে জানিয়ে কোনো প্রতিকার পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রথমে তার সঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। এতে স্কুলছাত্রী রাজি না হওয়ায় তার ওপর চড়াও হন বখাটে।

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সবার সামেন তাকে মারধর করেন নুর। বাধ্য হয়ে ওই ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেয়। পরে বিকেলে সরাইল থানার এএসআই রানা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ইউএনও’র কার্যালয়ে নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫ 
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।