দিনাজপুর: দিনাজপুরে পাঁচ গ্রাম হেরোইনসহ সুজন(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের মেডিকেল মোড় লম্বাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেডিকেল মোড় লম্বাপাড়া এলাকা থেকে সুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালি থানায় মামলার প্রস্ততি চলছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
পিসি/