ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
দিনাজপুরে মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরে পাঁচ গ্রাম হেরোইনসহ সুজন(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের মেডিকেল মোড় লম্বাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুজন শহরের ৮নং উপশহরের নজরুল ইসলামের ছেলে।

দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেডিকেল মোড় লম্বাপাড়া এলাকা থেকে সুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালি থানায় মামলার প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫ 
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।