ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে রিকশা খাদে পড়ে চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
পলাশবাড়ীতে রিকশা খাদে পড়ে চালকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রিকশা খাদে পড়ে চালক আব্দুল জলিল(৪০) মারা গেছেন।  

মঙ্গলবার(৬ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

আব্দুল জলিল উপজেলা সদরের বাড়াই পাড়া গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রিকশা নিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক দিয়ে শহর থেকে দক্ষিণ বাসস্টান্ডে যাচ্ছিলেন আব্দুল জলিল। এসময় বগুড়া থেকে রংপুরগামী নাজির পরিবহনের (বগুড়া-ব-৭২৩ ) একটি বাসকে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গুরুতর আহত হন তিনি।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে দুপুরে মারা যান তিনি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫ 
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।