ঢাকা: আসন্ন শারদীয় দুর্গা পূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে পুলিশ। ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করে সেগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পুলিশ সদর দফতরে দুর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এ তথ্য জানান বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।
সভায় পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, পুলিশ পূজা পূর্ববতী, পূজা চলাকালীন ও পরবর্তী সময়ের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পূজাকে কেন্দ্র করে কোনো মহল যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করে সেগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
এনএ/আরএম
** ‘দেশে আইএস’র সাংগঠনিক অস্তিত্ব নেই’