নোয়াখালী: নোয়াখালীতে একটি প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শহরের মাইজদীর ট্রাস্ট ওয়ান হসপিটালে মৃত্যু হয় নবজাতকের।
এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে ওই হাসপাতালের একজনকে আটক করেছে পুলিশ।
নবজাতকের বাবা ও নোয়াখালী সদরের মধুসুধনপুর এলাকার ইতালি প্রবাসী আবু বকর ছিদ্দিক অভিযোগ করেন, সোমবার দিবাগত রাত ৩টার দিকে তার স্ত্রী সুমাইয়া আক্তারের প্রসব বেদনা ওঠে। তিনি দ্রুত স্ত্রীকে ট্রাস্ট ওয়ান হসপিটালে নিয়ে আসেন। কিন্তু বেশ সময় পেরিয়ে গেলেও কোনো অভিজ্ঞ চিকিৎসক তার স্ত্রীকে দেখতে আসেননি। পরে কর্তৃপক্ষের নির্দেশে অনভিজ্ঞ এক ব্যক্তি তার স্ত্রীকে একটি কক্ষে নিয়ে প্রসবের চেষ্টা করেন। তবে সন্তানের জন্ম হওয়ায় কিছুক্ষণ পরই অক্সিজেনের অভাবে মারা য়ায়।
পরে বিষয়টি সুধারাম থানায় জানানো হলে মঙ্গলবার দুপুরে পুলিশ সেলিম নামে একজনকে হাসপাতাল থেকে আটক করে।
এদিকে, সন্তানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন সুমাইয়া আক্তার। বর্তমানে তাকে অন্য একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ট্রাস্ট ওয়ান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে জানান, সুমাইয়া আক্তার মৃত সন্তান প্রসব করেছেন। এতে হাসপাতালের কোনো গাফিলতি ছিল না।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নবজাতকের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসআর