সুনামগঞ্জ: সুনামগঞ্জে জামাল উদ্দিন (৩৪) নামের এক গাঁজা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাহসিনা বেগম এ আদেশ দেন।
আটক হওয়া জামাল সুনামগঞ্জ শহরের বড়পাড়া গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় গাঁজা সেবন অবস্থায় গোয়েন্দা পুলিশ (ডিবি) জামালকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরে সদর ইউএনও ও ভ্রাম্যমাণ আদলতের বিচারক তাহসিনা বেগমের আদালতে হাজির করা হয়।
সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত বিকেল ৫টার দিকে জামাল উদ্দিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সুনামগঞ্জ ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক হওয়া জামালের বিরুদ্ধে ৩ থেকে ৪টি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসএইচ