মেহেরপুর: মেহেরপুরে একটি ধর্ষণ মামলায় আবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল হাসান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে গাংনীর চৌগাছা গ্রামের এক নারীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন আবুল হোসেন। পরে ওই নারী আবুল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। প্রাথমিক তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে আইনজীবী কামরুল হাসান।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসআর