ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কবর খুঁড়ে মাথার খুলি চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
কবর খুঁড়ে মাথার খুলি চুরি

দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি কবর খুঁড়ে মাথার খুলি চুরি করে নিয়ে গেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ অপরাধে নুর আলম (৩৫) নামে ওই ইউপি সদস্যকে ১০ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।



কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ফয়সাল এ সাজার নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নুর আলম কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথীশ কুমার সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রায় ৮ বছর আগে মুকুন্দপুর গ্রামের পেশন খাতুন (৬০) নামে এক নারী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। রোববার (৪ অক্টোবর) রাতে তার কবর খুঁড়ে কঙ্কাল থেকে মাথার খুলি খুলে নেন নুর আলম। পরে নদী থেকে খুলিটি পরিষ্কার করে ব্যাগে ভরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন তিনি।

এরপর সমঝোতার ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের হাজির করে। পরে আদালত ১০ দিনের কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।