রাজশাহী: স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনের রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা ধাক্কায় প্রাণ গেল স্বামী আজিজুল হকের (৫৫)।
আজিজুল হকের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার রায়নগর এলাকায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রামেক হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বিকেল ৫টার দিকে তিনি রামেক হাসপাতালের সামনে অটোরিকশার ধাক্কায় রাস্তায় পড়ে যান। এ সময় অপর একটি অটোরিকশা তাকে চাপা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসাধীন স্ত্রীর জন্য ওষুধ কিনে রামেক হাসপাতালে ফিরছিলেন আজিজুল। রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। এ সময় পেছন থেকে আরেকটি অটোরিকশা এসে তার মাথার ওপর দিয়ে চলে গেলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে রাজপাড়া থানায় মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
এসএস/আরএম