কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলার পাঁচতারা এলাকায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।
মঙ্গরবার (০৬ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নামপরিচয় পাওয়া গেছে। তিনি হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বন্দেগী গ্রামের আব্দুর রহিমের ছেলে শুক্কুর আলম (৩০)।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কে বরুড়া উপজেলার পাঁচতারা এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সংঘর্ষ হলে ঘটনাস্থলে এক যাত্রী মারা যায়। এসময় স্থানীয়রা অন্য আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় দুই জন মারা গেছে বলে শুনেছি। সড়ক দুর্ঘটনাটি হাইওয়ে পুলিশ দেখছে।
লালমাই হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান জানান, ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা গেছে বলে স্থানীয় লোকজন আমাদের জানিয়েছে। ট্রাক্টর ও সিএনজি অটোরিকশাটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসএইচ