নীলফামারী: নীলফামারীর ডিমলায় ট্রাক্টর চাপায় আলিনুর ওরফে ছোট বাউ (৩০) নামে এক ট্রাক শ্রমিকরে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনি ছাতনাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিনুর ছাতনাই এলাকার ফজলার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরে বসে থাকার সময় পায়ের স্যান্ডেল মাটিতে খুলে পড়লে সেটি তুলতে নেমে ট্রাক্টরের চাকায় পিষ্ট হন তিনি। এসময় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ডিমলা থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসএইচ