সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই-শ্যামারচর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা খাদে পড়ে ১১ যাত্রী জন আহত হয়েছেন।
গুরুতর আহত সন্দিপন দাস (৩২), সুরঞ্জন দে (৪০) ও মহা আলমকে (৪৫) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি ৮ জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যায় উপজেলার শ্যামারচর বাজার থেকে একটি যাত্রীবাহী লেগুনা দিরাই যাচ্ছিল। লেগুনাটি সাড়ে ৭টার দিকে দিরাই-শ্যামারচর সড়কের নোয়াগাঁও এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে লেগুনার ১১ যাত্রী আহত হন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
জেডএস