নীলফামারী: মিনা দিবস উপলক্ষে নীলফামারীতে দিনব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার নীলফামারী জেলা শিক্ষা অফিস আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সাবিহা সুলতানা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল মান্নান, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আলম বাবুল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম বক্তব্য রাখেন।
এবারের মেলার শ্লোগান ছিল “শিশু বিবাহ দিয়ে কেউ কোরো নাকো ভুল, প্রত্যেকটি শিশু যেন এক একটি ফুল”।
মেলায় উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। দিনব্যাপী মেলায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক দেয়াল পত্রিকা প্রদর্শন, কবিতা/ছড়া লিখন. অভিনয়, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, উন্মুক্ত আলোচনা ও মিনা ফিল্ম প্রদর্শনীর আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এটি