ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আটক ১ ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে।

আটক মো. তৈমুর (৪০) রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালীনগর (ইংলিশমোড়) গ্রামের মৃত গফুর রহমানের ছেলে।



র‌্যাব-৫ জানায়, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কালীনগর গ্রামের ইংলিশমোড় নামক স্থানে একটি দোকানের মধ্যে কে বা কারা গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক কেজি গাঁজাসহ তৈমুরকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল জব্ধ করা হয়।

র‌্যাবের জিঞ্জাসাবাদে আটক তৈমুর দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে শিকার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।