ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ষ্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: স্ত্রী পেয়ারা খাতুনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় স্বামী জসীম সরদারকে (২২) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালত। সেই সঙ্গে নয় হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও নয় মাসের বিনাশ্রম কারাদন্ডও দেওয়া হয়েছে তাকে।



রোববার (১১ অক্টৈাবর) বিকালে আসামীর উপস্থিতিতে আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এ রায় দেন।

ফরিদপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) খসরুজ্জামান দুলু জানান, সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আহমেদ মোল্লারডাঙ্গি গ্রামের জয়নাল সরদারের ছেলে জসীম সরদার ২০১১ সালের ১৫ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী পেয়ারা বেগমকে (২০) শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশের সোনা মিয়ার পাটক্ষেতে লাশ ফেলে রাখে।

এ ঘটনায় নিহত পেয়ারা বেগমের বড় ভাই কাশেম মন্ডল বাদি হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় জসীম সরদারকে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত জসীম সরদারকে এ মামলায় অভিযুক্ত করে এ রায় দিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন খসরুজ্জামান দুলু ও আসামী পক্ষে ছিলেন নারায়ণ চন্দ্র দাস।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।