ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।  
 
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ও সন্ধ্যায় এ দু’টি দুর্ঘটনা ঘটে।

 
 
নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পুরু বলদিয়াপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৩৮) ও ঘোড়াঘাট উপজেলার চাঁদপাড়া গ্রামের পল্লী চিকিৎসক স্বপন কুমার রায় (৪৫)।
 
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফকরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পুরু বলদিয়া গ্রামের একটি পুকুরের মাঝে বৈদুতিক বাল্ব লাগাতে গিয়ে ইসমাইল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় ধানখেতে পানি দেওয়ার জন্য বৈদুতিক পাম্প চালু করতে গিয়ে চাঁদপাড়া গ্রামের পল্লী চিকিৎসক স্বপন কুমার সরকার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।  
 
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।