ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বখাটের উৎপাতে স্কুলে যাওয়া বন্ধ কিশোরীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
বখাটের উৎপাতে স্কুলে যাওয়া বন্ধ কিশোরীর

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বখাটে আশরাফুল আলীর (১৮) উত্যক্তের কারণে এক কিশোরীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

সোমবার (১২অক্টোবর) দুপুরে ভুক্তভোগীর বাবা উপজেলার কুসুম্বী ইউনিয়নের বানিয়াগোন্দইল গ্রামের নুরুল ইসলাম বাদি হয়ে বখাটে আশরাফুলের বিরুদ্ধে  থানায় অভিযোগ করেছেন।


 
রোববার (১১অক্টোবর) স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে বখাটে আশরাফুল নবম শ্রেণির ছাত্রীর ওড়না ধরে টানা হেঁচড়া করে। ওই ছাত্রী শেরপুর ডি জে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন স্থানে নানাভাবে বখাটে আশরাফ আলী এই স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিল। ঘটনাটি ছাত্রীর পরিবার একাধিকবার বখাটে আশরাফ আলীর বাবাকে জানায়। কিন্তু তিনি কোন ব্যবস্থা নেননি।

বখাটে আশরাফুল বাগড়া চকপোতা গ্রামের রসুল মিয়ার ছেলে।
 
এরই ধারাবাহিকতায় রোববার (১১ অক্টোবর) স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বখাটে আশরাফুল স্থানীয় কলেজরোড এলাকায় তার গতিরোধ করে। এ সময় সে তাকে প্রেম নিবেদন করে। এতে মেয়েটি রাজি না হওয়ায় বখাটে আশরাফুল তার হাত ও ওড়না ধরে টানা হেঁচড়া করতে থাকে। পরে মেয়েটি চিৎকার শুরু করলে বখাটে আশরাফুল সটকে পড়ে।
 
সোমবার (১২অক্টোবর) সন্ধ্যায় শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, বখাটে আশরাফুলকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।