ঢাকা: মর্ত্যলোকে পা রেখেছেন মা। আগামী ১৯ অক্টোবর (সোমবার) থেকে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সন্তানরা শুরু করবেন মায়ের পূজা- শারদীয় দুর্গাপূজা।
সে খুশিতে নিপুণ হাতের কারিগর সবটুকু মনোযোগ আর শ্রদ্ধায় গড়ছেন মায়ের প্রতীমা। কেউ গড়ছেন মণ্ডপ-মঞ্চ। কেউ বা আছেন দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতিতে। শেষ সময়ের ব্যস্ততায় সবার মনে আশা-খুশি- কারণ প্রত্যাশা বারবার মর্ত্যে আসবেন প্রিয় মা। অসুর বধ করবেন, কল্যাণ করবেন সন্তানদের।
সোমবার (১২ অক্টোবর) শুভ মহালয়া উদযাপন করলেন ভক্তরা। এই দিনটি জানান দেয়, আর মাত্র ছয় দিনের প্রতীক্ষা পূজার।
ষষ্ঠীর মাধ্যমে দেবী দুর্গার আবির্ভাব ঘটে। চূড়ান্তভাবে এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু। মহালয়া মানেই আর ছয় দিনের প্রতীক্ষা মায়ের পূজার। আর এই দিনেই দেবীর চক্ষুদান করা হয়।
১৯ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত সোমবার থেকেই পূজার্থীরা দুর্গাপূজার আগমনধ্বনি শুনতে পান। তাই তো পূজার এই সূচনার দিনটি সারাদেশে বেশ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হলো।
বিশেষ করে এসব চিত্র দেখা যায় রাজধানীর তাঁতীবাজার, শাঁখারিবাজার, সূত্রাপুর, বাংলাবাজার, শ্যামবাজারে। সেখানে পূজার শেষ সময়ের প্রস্তুতি চলছে। এসব ক্যামেরায় তুলে এনেছেন বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট দীপু মালাকার।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসকেএস/আইএ