রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধই আলী (৩৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত বুধই আলী মাছপাড়া গ্রামের চাঁদ আলির ছেলে।
মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বুধই তার ঘরের বেড়া মেরামতের কাজ করছিলেন। এ সময় ঘরের টিনের চাল বিদ্যুৎতায়িত থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসআর