ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
গাংনীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মেহেরপুর: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ওলিনর এলাকায় চাল বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও হেলপারসহ অনন্ত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার  (১২ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে ট্রাক চালক ইমরান হোসেন (২৩) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপতালে চিকিৎসাধীন। তবে তার অবস্থা আশঙ্কাজনক। তার বাড়ি মেহেরপুর জেলায়।

আহত অন্যরা হলেন-ট্রাকের হেলপার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হালশা গ্রামের উত্তম আলীর ছেলে রতন হোসেন (১৭), বাসের যাত্রী মেহেরপুর শহরের জিল্লুর রহমানের ছেলে কল্লোল হোসেন (২২) ও সদর উপজেলার আলমপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে বদরুজ্জামান (২৫)।

প্রাথমিকভাবে বাকি আহতদের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২১০৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।