ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে হাত-পা বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
বীরগঞ্জে হাত-পা বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

দিনাজপুর: জেলার বীরগঞ্জ উপজেলার পাথরঘাটা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. সাহেব আলী কছম (৮৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।



নিহত মো. সাহেব আলী কছম উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামের মৃত ইস মোহাম্মদের ছেলে।

দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার আছরের নামাজের পর বাড়ি থেকে সাহেব আলী বাজারের উদ্দেশে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। পরে রাতে পাথরঘাটা নদীতে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করলে স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করে।

নিহতের শরীরের ডান চোখ ও গলার বাম পাশে আঘাতের চিহৃ পাওয়া দেখা যায়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান জাহাঙ্গীর হোসেন।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।