গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মহিদুল ইসলামের বিরুদ্ধে হাসপাতালের সরকারি ওষুধ পাচারের অভিযোগ উঠেছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে ভ্যানসহ ১০ হাজার টাকা মূল্যের সরকারি ওষুধ আটক করে স্থানীয়রা।
এ সময় ভ্যানচালক সমছেল হক জানান, ওষুধের কার্টনটি বাদিয়াখালিতে পৌঁছানোর জন্য তার ভ্যানে তুলে দেন স্টোর কিপার মহিদুল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমল চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, ওষুধগুলো এখন তার হেফাজতে আছে। এ ঘটনায় ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশিষ মন্ডলকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন-ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সাদিদ ও মাসুদ।
অভিযুক্ত মহিদুল ইসলামের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান গাইবান্ধা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী।
বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
টিআই