ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
যশোরে ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে দিন দিন বেড়েই চলেছে ডায়রিয়ার প্রকোপ। এতে তিল ধারণের ঠাঁই নেই যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে।



চলতি মাসের শুরু থেকেই হাসপাতালটিতে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। ডায়রিয়া আক্রান্ত রোগীদের উন্নতমানের সেবা দেওয়ার লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি বোর্ডও গঠন করেছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ৩২৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী  হাসপাতালে ভর্তি ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি মাসের ১ অক্টোবর থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীরা হাসপাতালে আসতে শুরু করে‍ন। সর্বশেষ সোমবার (১২ অক্টোবর) যশোর সরকারি এম এম কলেজের পুরাতন হোস্টেলের ২০ শিক্ষার্থীসহ ৬১ জন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া, হাসপাতালের বর্হিবিভাগ থেকে অসংখ্য রোগী চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের ডায়রিয়া বিভাগের বেড ও ফ্লোরের জায়গার তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় হাসপাতালের বারান্দাসহ আশপাশের জায়গায় ফ্লোরিং করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

এদিকে, হাসপাতালে ভর্তি ডায়রিয়া রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, প্রয়োজনের তুলনায় অনেক কম ওষুধ সরবরাহ করা হচ্ছে। ফলে চিকিৎসকদের দেওয়া ব্যবস্থাপত্র নিয়ে বাইরের দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন তারা।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শ্যামল কৃষ্ণ সাহা বাংলানিউজকে বলেন,ডায়রিয়া আক্রান্ত রোগীদের উন্নতমানের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. মোসলেমউদ্দিন ও ডা. শামসুল হাসানকে সদস্য সচিব করে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

রোগীদের সার্বক্ষণিক খেয়াল রাখতে অতিরিক্ত সেবিকা নিয়োজিত করার পাশাপাশি চিকিৎসা প্রটোকল গঠন করা হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালে ওষুধের কিছুটা সংকট থাকলেও সাধ্য মতো বিনামূল্যের ওষুধ সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ওষুধ সরবরাহের আবেদন জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আবহাওয়াজনিত কারণে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলেও জানান হাসপাতালটির চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
টিআই





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।