ঢাকা: রাজধানীতে মাহিয়ান মাসরুর (১৩) নামে সপ্তম শ্রেণির এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে নিউমার্কেট থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাতে রাজধানীর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের পুকুর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মাহিয়ান মাসরুর পরিবারের বরাতে ইয়াসির আরাফাত জানান, স্কুল থেকে ফেরার পথে পুকুরে পরে যেতে পারে। সাতার না জানার কারণে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
মাহিয়ান মাসরুর বাবার নাম ডা. মাসরুর হোসেন। তার বাড়ি লালবাগ ১১২/১ এর চায়না বিল্ডিং গলি।
বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এনএ/এজেডএস/একে/টিআই