ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কসবায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
কসবায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।



কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার গভীর রাতে লেশিয়ারা গ্রামের মৃত ধন মিয়া মেম্বারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে মোবাইল ফোনে প্রতিবেশী ও গ্রামবাসীকে জানায়।

পরে প্রতিবেশী ও গ্রামের মানুষ দল বেধে এসে ডাকাত দলের ওপর হামলা চালায়। এ সময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সোয়া ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুই ডাকাতের মরদেহ উদ্ধার করে কসবা থানায় নেওয়া হয়েছে বলেও জানান মহিউদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।