ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পুলিশের অভিযানে ১১ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
মেহেরপুরে পুলিশের অভিযানে ১১ আটক

মেহেরপুর: মেহেরপুর সদরসহ তিন উপজেলায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ১১ আসমিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই ১১জনকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারদের মধ্যে গাংনী থানা পুলিশ ৬ জন, মেহেরপুর সদর থানায় ৪ ও মুজিবনগর থানা পুলিশ ১ জনকে আটক করেছে।

মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আসামিদের মধ্যে জিআর মামলার ২ জন, সিআর মামলার ২, নিয়মিত মামলায় ১ ও মোবাইল কোর্টের মাধ্যমে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়াদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।