ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

লুক সরকার হত্যাচেষ্টা

৪ জেএমবির ৫ দিনের রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
৪ জেএমবির ৫ দিনের রিমান্ড ছবি: প্রতীকী

পাবনা: ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট খ্রিস্টান মিশনের ধর্মযাজক ফাদার লুক সরকারকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারকৃত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।



পাবনার চিফ জুডিশিয়াল আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড প্রাপ্ত জেএমবি সদস্যরা হলেন- পাবনা সদর উপজেলার সিংগা পালপাড়া এলাকার আব্দুর রহিম শেখের ছেলে জিয়াউর রহমান (৩৫), মজিদপুর মধ্যপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে শরীফুল ইসলাম ওরফে তুলিপ (২২), নিয়ামতুল্লাপুর গ্রামের মৃত নওশের প্রামাণিকের ছেলে আব্দুল আলিম (৩৬) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার রাঘববাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে আমজাদ হোসেন(৩০)।

আদালত সূত্রে জানা যায়, ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট খ্রিস্টান মিশনের ধর্মযাজক ফাদার লুক সরকার হত্যাচেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম তাদের মধ্যে চারজনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার বিকেলে ঘটনার মূল হোতা জেএমবি সদস্য রাকিবুল হাসান রাব্বি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

৫ অক্টোবর ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট খ্রিস্টান মিশনের ধর্মযাজক ফাদার লুক সরকারের গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।