ঢাকা: প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা এখন পাঁচদিন আগেই দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক ‘দুর্যোগ প্রমশন দিবস-২০১৫’ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, আগে এক দিন আগে সতর্কবার্তা দেয়া হতো, কিন্তু বর্তমানে পাঁচদিন আগেই সতর্কবার্তা দিতে পারি আমরা।
মন্ত্রী জানান, দুর্যোগে ঝুঁকি হ্রাস, প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রমে মন্ত্রণালয়, অধিদফতর, সিপিপি, সিডিএমপিসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, আন্তর্জাতিক সংস্থা ও দেশীয় এনজিও একযোগে কাজ করে যাচ্ছে। বাজেটের প্রায় ১৫ শতাংশ দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যয় করা হচ্ছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা প্রতি বছর প্রায় চারশ মিলিয়ন মার্কিন ডলার (তিন হাজার ১১৪ কোটি টাকা) ব্যয় করছে।
তিনি বলেন, ১৬টি কমিউনিটি রেডিও’র মাধ্যমে দুর্যোগ বার্তা প্রচার করা হচ্ছে। সিপিপি’র প্রায় ৫ লাখ স্বেচ্ছাসেবক ঘুর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে। বর্তমান সরকারের সময়োপযোগী দুর্যোগ ব্যবস্থাপনা ও দারিদ্র বিমোচন কার্যক্রমের ফলে দুর্যোগে মানুষের জীবন-জীবিকা ও সম্পদের ক্ষতি বহুলাংশে কমে এসেছে।
মানবসৃষ্ট দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের চেয়ে কোনো অংশে কম নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সন্ত্রাসীরা দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা চালাচ্ছে। বর্তমানে তারা বিদেশি হত্যার মাধ্যমে ষড়যন্ত্র করছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মো. শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, দুর্যোগ প্রকল্প পরিচালক আবদুল কাইয়ুম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এফবি/আরএইচ