ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মুজাহিদের সঙ্গে দেখা করতে কারাগারে আইনজীবীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
মুজাহিদের সঙ্গে দেখা করতে কারাগারে আইনজীবীরা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন তার ৫ আইনজীবী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল তিনটায় শিশির মনিরের নেতৃত্বে মুজাহিদের আইনজীবীরা জেলগেটে আসেন।

এরপর তারা কারাগারের ভেতরে ঢোকেন।


শিশির মনির ছাড়া অন্য চার আইনজীবী হলেন- মসিউল আলম, এহসান আব্দুল্লাহ সিদ্দিক, মতিউর রহমান আকন্দ ও আসাদ উদ্দিন।

মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মুজাহিদের আবেদন চূড়ান্ত করার লক্ষ্যে সাক্ষাত করছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে গত ৩ অক্টোবর সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করে রিভিউ আবেদনের বিষয়ে দিক-নির্দেশনা নিয়ে আসেন তার আইনজীবীরা।

গত ১৬ জুন মুজাহিদের আপিল মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। অন্য বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

০১ অক্টোবর এ চূড়ান্ত রায় পৌঁছে দিয়ে ট্রাইব্যুনাল থেকে জারি করা তার মৃত্যু পরোয়ানা মুজাহিদকে পড়ে শোনানো হয়। আইন অনুসারে পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবারের (১৫ অক্টোবর) মধ্যে রিভিউ আবেদন করতে পারবেন মুজাহিদ।   

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মুজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল এ রায় দেন।

ওই বছরের ১১ আগস্ট ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন তিনি। তবে সর্বোচ্চ সাজার প্রেক্ষিতে আপিল করেননি রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এনএ/এএসআর

** বিকেলে মুজাহিদের সঙ্গে দেখা করতে চান ৫ আইনজীবী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।