মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) ফ্রি স্যাটারডে ক্লিনিকের উদ্বোধন উপলক্ষে শহরের মাঠপাড়ায় সকাল সাড়ে দশটা থেকে এ চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।
বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ও এপেক্স ক্লাব অব মুন্সীগঞ্জ পরিচালনায় দিনব্যাপী এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
মুন্সীগঞ্জ ফ্রি স্যাটারডে ক্লিনিকের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।
অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সিভিল সার্জন ডা. শহীদুল ইসলাম। সম্মানিত অতিথি রয়েছেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান আসাদউজ্জামান কাঞ্চন, এপেক্স বাংলাদেশের জেলা গর্ভনর-১ এপেক্সিয়ান মঈন চৌধুরী ও প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর রেজাউল করিম প্রমুখ।
বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ও ইনচার্জ ডা. ওয়াহিদা হাসিন, বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান (চক্ষু) অধ্যাপক রুহুল আমিন, গাইনি বিভাগের ডা. নাসরিন, মেডিসিন বিভাগের ডা. দেওয়ান আল আমিন, শিশু বিভাগের ডা. এটিএম সাইফুজ্জামান ও চক্ষু বিভাগের ডা. সাফায়েত জামিলের তত্ত্বাবধানে দরিদ্র রোগীদের বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
১৯৭০ সালের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন কোষাধ্যক্ষ অধ্যাপক হামিদুর রহমান এবং সে সময়কার মুক্তিযোদ্ধা সাব-কমান্ডের জাতীয় সদস্য ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরী স্মরণে এ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএইচ/এএসআর