ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁও শিক্ষকদের বিক্ষোভ-মানববন্ধন-সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ঠাকুরগাঁও শিক্ষকদের বিক্ষোভ-মানববন্ধন-সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ঠাকুরগাঁওয়ের  শিক্ষক ও কর্মচারীরা।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে আন্দোলনরতদের বুঝিয়ে সরিয়ে দেয়।
 
মানববন্ধন ও অবরোধ চলাকালে এক প্রতিবাদ সভায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন জেলা শাখার সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের নেতারা বলেন- বর্তমান সরকার শিক্ষকদের প্রতি আন্তরিক হয়ে এমপিও ভুক্তির দাবি মেনে নিবেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন শিক্ষক নেতারা।

এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, মশিউর রহমান, পবারুল ইসলাম, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, মহসিনুল হক, শাহজাহান, নিরঞ্জন রায়, দবিরুল ইসলাম, আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, আলি আকবর, শাহিন হোসেন, মাসুদ রানা, ছবিতা রাণীসহ সকল স্তরের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে আন্দোলনকারী শিক্ষকরা তিন দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, সড়কে যানজটের সৃষ্টি হলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।