ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিসহ ৩ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন জেলা শাখা এ কর্মসূচি পালন করে।



মানববন্ধন চলাকালে সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, অধ্যক্ষ রামপ্রসাদ দাস, অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা অবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, চাকরিতে যোগদানের তারিখ হতে বয়স গণনা ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না করে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি না দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।