সাতক্ষীরা: স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিসহ ৩ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন জেলা শাখা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, অধ্যক্ষ রামপ্রসাদ দাস, অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা অবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, চাকরিতে যোগদানের তারিখ হতে বয়স গণনা ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না করে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি না দেওয়ার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএইচ