ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত নোয়াখালী জেলার সুধারামের পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
একই মামলার পাঁচ আসামির মধ্যে আমীর আহম্মেদ ওরফে রাজাকার আমীর আলী, মো. ইউসুফ ও মো. জয়নাল আবদিন গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
বুধবার (১৪ অক্টোবর) আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন এ মামলার প্রসিকিউটর জাহিদ ইমাম।
আনুষ্ঠানিক অভিযোগ মুক্তিযুদ্ধ চলাকালে নোয়াখালীর সুধারামে ১১১ জনকে হত্যা-গণহত্যার তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
গত ০৫ অক্টোবর প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ মামলার পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওইদিনই নোয়াখালী জেলা শহর মাইজদীর উত্তর ফকিরপুরের নিজ বাসা থেকে আমীর আহম্মেদ ওরফে রাজাকার আমীর আলীকে, নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে মো. জয়নাল আবদিনকে এবং লক্ষীপুর জেলার রামগতি উপজেলার পোড়াগাছা গ্রাম থেকে মো. ইউসুফকে গ্রেফতার করা হয়। ০৬ অক্টোবর সকালে গ্রেফতারকৃত তিনজনকে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এএসআর