কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদরের কৃষ্ণনগর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আমিরুল ইসলাম (৩০) নামে একজনের নাম জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লাগামী এশিয়া ট্রান্সপোর্ট নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ময়নামতি হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল খালেক এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএইচ