ঢাকা: রাজধানীর যানজট নিরসনে সার্কুলার ট্রেন চালুর কথা ভাবছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতিও দিয়েছেন বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।
বুধবার (১৪ অক্টোবর) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ক্র্যাব) ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, বর্তমানে সার্কুলার রেলপথ প্রকল্পের ব্যাপারে সমীক্ষা চলছে। এরপর প্রকল্প প্রস্তাবনা তৈরি হবে। একনেকে তা পাস হবে। তারপর অর্থপ্রাপ্তি সাপেক্ষে তা বাস্তবায়ন হবে।
মুজিবুল হক বলেন, যাত্রীসেবার মান বাড়াতে পর্যায়ক্রমে সারাদেশের রেললাইন ডাবল করা হবে। এছাড়া কোচ, ইঞ্জিন ও লোকবলের যে সমস্যা আছে, আগামী এক বছরের মধ্যে তা দূর হবে।
তিনি বলেন, ঢাকা থেকে পদ্মা পর্যন্ত ও পদ্মা থেকে জাজিরা হয়ে ফরিদপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের কাজ শিগগিরই শুরু হবে। যাত্রীসেবা আরও বাড়াতে জানুয়ারি থেকে ২৭০টি যাত্রীবাহী বগি ক্রমান্বয়ে রেলওয়ের বহরে যোগ করা হবে। ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ লেন স্থাপনের কাজও শিগগিরই শুরু হবে।
তিনি আরও বলেন, রেলের মান ও সেবা বাড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আগামী তিন বছরের মধ্যে সেগুলোর উন্নয়ন দৃশ্যমান হবে।
রেলপথমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম ডাবল রেললাইন নির্মাণ প্রকল্প, ঢাকা-চট্টগ্রাম ভায়া কুমিল্লা স্প্রিট এক্সপ্রেসওয়ে প্রকল্প, ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্প, ঢাকা-জয়দেবপুর ফোর লেন প্রকল্প এখন প্রক্রিয়াধীন। এসব কাজ শেষ হলে রেলওয়ের যাত্রী সেবা বাড়বে বলে আশা করছি।
রেলওয়ের অবৈধ জমি উদ্ধারের বিষয়ে তিনি বলেন, রেলওয়ের জমি অনেক অবৈধ দখলে আছে এটি সত্য। অনেকে লিজ নিয়ে টাকাও পরিশোধ করেননি। এসব জমি উদ্ধার রেলওয়ের রুটিন ওয়ার্ক। আমরা তা করে যাচ্ছি। কিন্তু মামলার কারণে অনেক ক্ষেত্রে তা আটকে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমএন/আরএইচ/জেডএস