মেহেরপুর: মেহেরপুর জেলার গাংনীর উপজেলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এখলাসুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টার দিকে মাদকবিরোধী এক অভিযানে তাকে আটক করা হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখলাসুর তার বাড়িতে গাঁজা বিক্রি করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে বাটখারা ও দাড়িপাল্লা জব্দ করা হয়।
আটক এখলাসুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান জামাল উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
টিআই