ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীতে ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে ওষুধ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
গাংনীতে ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে ওষুধ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ওষুধ বিতরণ করা হয়েছে।
 
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ইউপি কার্যালয়ে গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নবিছদ্দীন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এ ওষুধ তুলে দেন।



এর আগে ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান কাবুল হোসেন, পুরো বছরের প্রাথমিক চিকিৎসার ওষুধ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সম্প্রতি তার মৃত্যু হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নবিছদ্দীন কাবুল হোসেনের প্রতিশ্রুতি পূরণের উদ্যোগ নেন।

ওষুধ বিতরণকালে ইউপি সদস্যরা ছাড়াও পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির ইউনিয়ন সমন্বয়কারী গোলাম কিবরিয়া, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র কর্মকর্তা লিজা আকতার ও চয়ন কুমার তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।