ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছন ঢাকায় নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা কেলেরায়েরে।

বুধবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের  এ তথ্য জানান।

সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দুই দেশের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে নেদারল্যান্ডসের আরও সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশকে সুন্দর দেশ উল্লেখ করে ডাচ রাষ্ট্রদূত লিওনি কেলেরায়েরে সবুজ-শ্যামল দেশটির বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেন।

নতুন কর্মস্থলে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কৃষি ও ভূমি উন্নয়ন কাজে নেদারল্যান্ডসের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী।

‘বিশ্ব এখন একটি বৃহৎ গ্রাম। এখানে এক দেশ অন্য দেশের ওপর নির্ভরশীল। সামনে এগিয়ে যেতে হলে একে অন্যকে সহযোগিতা করতে হবে,’ যোগ করেন তিনি।  

দুই বিদেশি নিহত হওয়ার বিষয়ে শেখ হাসিনা বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক এবং সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের সাইড লাইনে ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে তার (ডাচ প্রধানমন্ত্রী) সঙ্গে আমার আবারও দেখা হতে যাচ্ছে।

সন্ত্রাসমুক্ত নিরাপদ পরিবেশের ওপর জোর দিয়ে রাষ্ট্রদূত বলেন, এর মাধ্যমেই বাংলাদেশ তার সার্বিক উন্নয়ন নিশ্চিত করবে।

এ সময় জনগণের মৌলিক অধিকার উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি বিনামূল্যে শিশুদের বই দেওয়া সহ শিক্ষার উন্নয়নে নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।