নোয়াখালী: নোয়খালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরার সময় ট্রলার ডুবে মো. কামাল উদ্দিন (২৫) নামে এক জেলে নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিন জেলার সূবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ গ্রামের জাফর উল্যা চৌকিদারের ছেলে। তিনি একই ইউনিয়নের করিম ব্যাপারির ট্রলারের জেলে ছিলেন।
ট্রলার মালিক করিম ব্যাপারি বাংলানিউজকে জানান, কামালসহ ১২জন জেলে মঙ্গলবার মধ্যরাতে মেঘনার ঠেঙ্গার চর পয়েন্টে মাছ ধরতে যান। ভোরে তারা নদীতে জাল ফেলার সময় ঢেউয়ের ধাক্কা সামলাতে না পেরে ট্রলারটি ডুবে যায়। এসময় ১১ জেলেকে অন্য একটি ট্রলারের জেলেরা উদ্ধার করতে পারলেও কামালকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর সকালে মেঘনার ঠেঙ্গার চর পয়েন্ট থেকে কামালের মৃতদেহ উদ্ধার করে সহকর্মী ও পরিবারের লোকজন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসআই