ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

‘শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার গর্ব’

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
‘শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার গর্ব’ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার জাসোজা গুনাসেকারা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ এশিয়ার গর্ব বলে উল্লেখ করেছে শ্রীলঙ্কা।

বুধবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার জাসোজা গুনাসেকারা এ কথা জানান।



জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এবং আইসিটি টেকসই উন্নয়ন’ সম্মাননা পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ‘আপনি সার্ক পরিবারের গর্ব। ’

প্রধানমন্ত্রীর তথ্য সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব  তথ্য জানিযেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার পুরো অঞ্চলকে প্রাকৃতিক দুযোর্গ প্রবণ উল্লেখ করে বলেছেন, আমরা সেগুলো মাথায় রেখেই বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিচ্ছি।

বিদ্যুৎ, ব্যাংক ও জাহাজ শিল্প খাতে শ্রীলঙ্কার সঙ্গে সহযোগিতা সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ থেকে উন্নতমানের ওষুধপণ্য বিদেশে রফতানি হওয়ার বিষয়টি তুলে ধরলে এ পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেন শ্রীলঙ্কার এই নারী হাইকমিশনার।

বাংলাদেশে শ্রীলঙ্কার বিনিয়োগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে ২২টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। এতে শ্রীলঙ্কাসহ বিদেশি বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করতে পারেন। তারা নিজেরা অবকাঠামো তৈরি করে বিনিয়োগের পাশাপাশি যৌথ মালিকানায়ও শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারেন।

আলোচনায় ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কার আন্তঃসমুদ্রপথে পর্যটন উন্নয়ন বিষয়টিও উঠে আসে।

এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।