টাঙ্গাইল: রাজধানীর বাড্ডায় পিডিবি’র সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি তরিকুল ইসলামকে আটক করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধাবর (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলার দেলদুয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দেলদুয়ার সদর উপজেলার মৌলভীপাড়া এলাকা থেকে তরিকুলকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল্লাহেল বাকী ওরফে পিয়ারা মৌলভীর ছেলে।
পুলিশ জানায়, আটক তরিকুল ইসলাম ১২/১৩ বছর বয়সেই মাদ্রাসায় লেখাপড়া করার সময় জঙ্গি সংগঠন জেএমবিতে যোগ দেন। ২০০৫ সালে সারাদেশে বোমা হামলার পর তিনি নিখোঁজ হন। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ২০০৯ সালে তরিকুল ঢাকায় বোমাসহ গ্রেফতার হন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে তরিকুল জামিনে বের হয়ে স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে ভর্তি হন। বর্তমানে তিনি দাখিল পাশ করে দেলদুয়ারের লাউহাটী আরফান আলী কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত।
গত ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মধ্য বাড্ডায় নিজের বাড়িতে খুন হন ৬৮ বছর বয়সী পিডিবি’র সাবেক চেয়ারম্যান খিজির খান।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
টিআই